ছবিঃ জয়পুর কণ্ঠ
ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : ১৯ নভেম্বর ২০২৫
নওগাঁর আত্রাইয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকাল ৪টায় হাটকালুপাড়া ইউনিয়ন ভূমি অফিস চত্বরে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকরাম হোসেন সরদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান ও সাংগঠনিক সম্পাদক মো. মহসিন আলী বাদল-এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (রাণীনগর–আত্রাই) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী এসএম রেজাউল ইলসাম রেজু।
ঐক্যের আহ্বান প্রধান অতিথিরঃ
প্রধান অতিথি এসএম রেজাউল ইলসাম রেজু বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি গণমুখী ও ঐতিহ্যবাহী দল। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী। দলীয় প্রধান তারেক রহমানের দিকনির্দেশনায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইতিবাচক পরিবর্তনের জন্য আমরা মাঠে কাজ করছি।” তিনি আরো জানান, প্রতিটি কর্মীর সম্মিলিত প্রচেষ্টা নির্বাচনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
দলীয় শৃঙ্খলা ও গণতন্ত্র প্রতিষ্ঠার ওপর গুরুত্বঃ
সমাবেশে প্রধান বক্তা ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন। তিনি বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নে বিএনপি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। শহীদ জিয়াউর রহমানের দর্শন দেশের অর্থনৈতিক সমৃদ্ধির ভিত্তি তৈরি করেছে। এই ধারাবাহিকতা ধরে রেখে আমরা তৃণমূলের মানুষের জন্য কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ।”
তিনি নির্বাচনী প্রস্তুতিতে সক্রিয় ভূমিকা রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
সমাবেশে অন্যান্য বক্তারাঃ
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. ইসাহাক আলী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,
আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, যুগ্ম সম্পাদক মো. আ. মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক ও মো. কামরুল হাসান সাগর, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন তরফদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম লিটন, হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো. মায়েনুল ইসলাম প্রমুখ।
বিপুল উপস্থিতিঃ
কর্মী সমাবেশে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো অনুষ্ঠান মাঠে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত সবার অংশগ্রহণে সমাবেশটি সফলভাবে সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত