ছবিঃ জয়পুর কণ্ঠদ
বগুড়া প্রতিনিধিঃ ১৬ জানুয়ারী ২০২৬
বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গতকাল বৃহস্পতিবার আদমদীঘি উপজেলার সান্তাহার হবির মোড় এলাকায় ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে বগুড়া-নওগাঁ মহাসড়কের দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামীদের দেহ তল্লাশি করে কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি NOKIA TA1174 মডেলের বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার খট্টা মাধবপাড়া ইউনিয়নের দেবখন্ডা গ্রামের মৃত হোসেন মন্ডলের ছেলে মোঃ আনিছুর রহমান (৪২) এবং দিনাজপুর পৌর এলাকার মোঃ হাসান আলীর ছেলে মোঃ বিপ্লব হোসেন (২২)।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত