ছবিঃ জয়পুর কণ্ঠ
স্টাফ রিপোর্টারঃ সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
জয়পুরহাটে অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা কর্মসূচির আওতায় অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠক। গতকাল শনিবার (০৭ ডিসেম্বর ২০২৫) পিপলস ইউনিয়ন অব দি মার্জিনালাইজড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পামডো) এর উদ্যোগে এবং আইএফইএস-এর সহযোগিতায় জয়পুরহাট পৌরসভার মাহালি পাড়া ও পাঁচবিবির কুসুম্বা দহদপুর এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
দুই স্থানে মোট ৬২ জন আদিবাসী নারী ও পুরুষ ভোটার অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের নির্বাচন, ভোটাধিকার ও গণতান্ত্রিক চর্চা সম্পর্কে সচেতন করতে ব্যতিক্রমধর্মী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—মোঃ শাহাবুর রহমান, জেনারেল ম্যানেজার, পামডো, মোঃ রবিউল ইসলাম, উপজেলা সুপারভাইজার, পামডো
এছাড়া বিমল পাহান, আদুরী রানী ও সুমি রানী, ফিল্ড ফ্যাসিলিটেটর (পামডো) দায়িত্ব পালন করেন।
উঠান বৈঠকে নিম্নোক্ত বিষয়গুলো আলোচনা করা হয়—পরিচয় পর্ব, প্রত্যাশা যাচাই, বৈঠকের লক্ষ্য ও উদ্দেশ্য, গণতন্ত্র ও নির্বাচনের মৌলিক ধারণা, মক ভোটিং বা ভোট প্রদানের অনুশীলন,পথনাটক প্রদর্শন, নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি।
আদিবাসী ভোটারদের অংশগ্রহণে এই উঠান বৈঠক এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও কয়েকটি এলাকায় একই ধরনের অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা কর্মসূচি পরিচালনা করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত