ছবিঃ জয়পুর কণ্ঠ
স্টাফ রিপোর্টারঃ ৯ ডিসেম্বর ২০২৫
দূনীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা,এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে নানা আয়োজনে মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুনীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ডিসেম্বর) সকাল ১১টায় কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে কালাই - বগুড়া মহাসড়কে র্যালি, মানববন্ধন শেষে ও উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম আরা। প্রশাসনিক কর্মকর্তা আছাদুজ্জামান চৌধুরী এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মনোয়ারুল হাসান, মাহবুবুল রহমান শহিদ, কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম, অধ্যক্ষ নাজিম উদ্দিন, অধ্যক্ষ ফিতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, জামায়াতের আমীর মুনছুর রহমান, বিএনপি নেতা আব্দুল আলীম সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ, সমাজসেবা কর্মকর্তা আজমা বেগম, সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, কালাই বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবু রায়হান, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, কালাই সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল করিম, সহ উপজেলা দুনীর্তির প্রতিরোধ কমিটির সদস্য, সরকারি দপ্তরের অফিসারগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতি মহোদয় সকল ক্ষেত্রে দুনীর্তি না করার কথা জানিয়ে সভা সমাপ্তি ঘোষনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত