ছবিঃ জয়পুর কণ্ঠ
স্টাফ রিপোর্টারঃ ৯ নভেম্বর ২০২৫
জয়পুরহাট জেলার কালাই উপজেলায় বিএনপি থেকে শতাধিক নেতা–কর্মী একযোগে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
গত শনিবার বিকেলে কালাই বাজার ময়দানে আয়োজিত এক জনসভায় প্রকাশ্যে এই যোগদানের ঘোষণা দেওয়া হয়।
নবযোজিত নেতা–কর্মীরা বলেন, “দল ত্যাগীর মূল্যায়ন করতে জানে না বিএনপি, তাই নতুনভাবে পথ চলতে চাই।” তাদের দাবি, স্থানীয় পর্যায়ে দলীয় মনোনয়ন নিয়ে বিভাজন ও নেতৃত্ব সংকটের কারণে তারা দীর্ঘদিন ধরে হতাশ ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির উপজেলা ইউনিটে মনোনয়ন প্রক্রিয়া নিয়ে তীব্র অসন্তোষ দেখা দেয়। এর জেরে একাংশ নেতা–কর্মী দল ত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগ দেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই যোগদান কালাইয়ের স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। কারণ সাম্প্রতিক বছরগুলোতে জামায়াতে ইসলামী এ অঞ্চলে সাংগঠনিকভাবে সক্রিয় হয়ে উঠেছে।
জনসভায় শত শত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনেকে এই ঘটনাকে স্থানীয় রাজনীতিতে “একটি নতুন ধ্রুবক পরিবর্তনের সূচনা” বলে অভিহিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত