ছবিঃ জয়পুর কণ্ঠ
ক্ষেতলাল (জয়পুরহাট) সংবাদদাতাঃ ১৫ আগস্ট, ২০২৫
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় গভীর নলকূপের লাইনম্যান আবু সাইদকে (৬৫) হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৫ আগস্ট) গভীর রাতে উপজেলার বড়াইল ইউনিয়নের কালাইগাড়ি মাঠে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আবু সাইদ একই ইউনিয়নের রেলগাড়ী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গভীর নলকূপে লাইনম্যান ও পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন আবু সাইদ। শুক্রবার রাতে নিয়মমতো দায়িত্বে থাকলেও ভোরে পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে নলকূপের ঘরে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পান।
স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে গেছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত