ছবিঃ জয়পুর কণ্ঠ
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ ৯ নভেম্বর ২০২৫
দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার দুপুর ১টায় ঘোড়াঘাট পৌর এলাকার ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল মিয়া। সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থায়ী সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাইট কিন্ডারগার্টেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক আরব আলী দেওয়ান, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আবদুস সাত্তার মিলন, পৌর বিএনপির সহসভাপতি শিক্ষক জালাল খান বকুল, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম ও আল মামুন, পৌর যুবদলের আহ্বায়ক সজীব কবীর ও যুগ্ম আহ্বায়ক শাহিদ পারভেজ প্রমুখ।
এ সময় ঘোড়াঘাট পৌর বিএনপির মহিলা দলের আহ্বায়ক ইসতেয়ারা বেগম, সদস্য সচিব আয়েশা সিদ্দিকা, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা- কর্মীসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত