ছবিঃ জয়পুর কণ্ঠ
বাবুল আখতার, স্টাফ রিপোর্টারঃ ১০ ডিসেম্বর ২০২৫
নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলে পাখির প্রজাতি বাড়লেও মোট পাখির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে অনুষ্ঠিত ‘জবই বিলের পাখি জরিপ-২০২৫’ প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়।
জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে জরিপের বিস্তারিত উপস্থাপন করেন সংস্থার প্রতিষ্ঠাতা সোহানুর রহমান সবুজ। জরিপ অনুযায়ী চলতি বছরে বিলে ৪৪ প্রজাতির পাখি শনাক্ত হয়েছে—এর মধ্যে ২৬ প্রজাতি পরিযায়ী ও ১৮ প্রজাতি দেশি। সব মিলিয়ে মোট পাখির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৫৮টি।
কিন্তু আগের বছরের জরিপে বিলে পাখির সংখ্যা ছিল প্রায় ১১ হাজার। চলতি বছরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়—প্রজাতির বৈচিত্র্য বৃদ্ধি পেলেও পাখির মোট সংখ্যা ভয়াবহভাবে কমেছে।
জরিপ প্রতিবেদনে পাখি কমে যাওয়ার তিনটি প্রধান কারণ চিহ্নিত করা হয়েছে—
১. পাখির জন্য নিরাপদ আবাসস্থল সংকট
২. নিয়মবহির্ভূত মৎস্য আহরণ
৩. শামুক–ঝিনুক নিধনের ফলে খাদ্য সংকট
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা ড. জাহাঙ্গীর কবির। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ বলেন, “প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে। বিলের জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসন কঠোরভাবে ব্যবস্থা নেবে।”
সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি ফরহাদ হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কারিম। আরও বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক ও সংস্থার উপদেষ্টা তছলিম উদ্দিন, বাবুল আকতার, শিক্ষক ও উপদেষ্টা মোশাররফ হোসেন এবং জাকারিয়া আলম।
বক্তারা অবিলম্বে জবই বিলের সুষ্ঠু ব্যবস্থাপনা, পাখিদের নিরাপদ আবাসস্থল নিশ্চিতকরণ এবং পরিবেশ রক্ষায় প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত