ছবিঃ জয়পুর কণ্ঠ
স্টাফ রিপোর্টারঃ ১০ ডিসেম্বর ২০২৫
ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্কের আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস–২০২৫ উপলক্ষ্যে মানবাধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) জয়পুরহাটের বন্ধনের লিঁয়াজু অফিসে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিল বন্ধন এবং সহযোগিতায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এম এস এফ)।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সীমান্তের আওয়াজ, জয়পুর কণ্ঠ পত্রিকার সম্পাদক ও জয়পুরহাট ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট শামসুল আলম। তিনি বলেন, মানবাধিকার সর্বজনীন—এটি রক্ষা ও বাস্তবায়ন রাষ্ট্রের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো রোধে সচেতনতা বৃদ্ধি, আইনগত সহায়তা প্রদান এবং দায়িত্বশীল নাগরিক সমাজ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও আলোচনা করেন অ্যাকশন এন্ড লাইটের সাধারণ সম্পাদক ও ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্কের যুগ্ম সাধারণ সম্পাদক লাবন্য সরকার, পড়শীর নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন, মানবাধিকার কর্মী রিক্তা রানী এবং প্রতিবন্ধী সংগঠক ও নেটওয়ার্কের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মন্ডল শিমুল।
বক্তারা বলেন, মানবাধিকার রক্ষায় যৌথ উদ্যোগ, সামাজিক সংহতি এবং অবহেলিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। তারা মানবাধিকার শিক্ষার প্রসার, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরণসহ ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান।
সেমিনারটি সঞ্চালনা করেন ড. সাজ্জাদুল বারী। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত