ছবিঃ জয়পুর কণ্ঠ
কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট প্রতিনিধি: সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
জাতীয় ছাত্রশক্তির জয়পুরহাট জেলা শাখার ৪৮ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটির মেয়াদ ঘোষণা পরবর্তী এক বছর থাকবে।
নতুন এই কমিটিতে সৈয়দ আহমেদ উল্লাহ শাকিলকে আহ্বায়ক এবং মো. রাহিসুল ইসলামকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এই কমিটির অনুমোদন দেওয়া হয়। সংগঠনটির উত্তরাঞ্চলের সাংগঠনিক সম্পাদক আবু তৌহিদ মো. সিয়াম এ কমিটি গঠনের জন্য সুপারিশ করেন।
নতুন এই কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন নাফি দেওয়ান। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন মুশফিক আহমেদ, আব্দুল্লাহ আল তামিম, আহসান ইসলাম আলিফ, মোছা: শারমিন আক্তার এবং নাঈম হোসেন।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে আছেন তাহমিদ হাসান পিয়াল। যুগ্ম সদস্য সচিবের দাযাত্বে রয়েছেন রাউফুল রাহিম, আয়েশা সিদ্দিকা, নাফি রহমানী, মোঃ ইফতি, জোবায়ের হোসেন জোহা, মো: শাওন এবং ইসতিয়াক।
কমিটির মুখ্য সংগঠক হিসেবে আছেন আরএস তাহমিদ হাসান। সংগঠক পদে মনোনীত হয়েছেন রেজোয়ান ইসলাম, ইসতিয়াক আহমেদ সিফাত, নূর হাসান, আব্দুল্লাহ আল হাসিব, মো: তৌহিদ, মো: আসিফ, মোস্তাকিম হোসেন, শাকিল হোসেন এবং মাহাদি হাসান।
এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন তাসলিমা শিখা, পিএম মাহফুজ আহমেদ শাওন, রাসেল হোসেন, নাফিসা ফারিহা, নিয়ামুল ইসলাম, মো: মোস্তাকিম, রায়হান আলী, রাব্বী হাসান, হুমায়ুন কবির, শাকিল মাহমুদ, মোস্তাকিম বিল্লাহ লাবিব, মো: হাবিব, মো: মিশুক, মো: আব্দুল্লাহ, আল মাশরাফি সনম, মো: কানন, আল আমিন, রাতুল হাসান, তাওহিদ ইসলাম শিশির, রহিত, রেজোয়ান হোসেন এবং মোছা: কুলসুম আক্তার।
নতুন কমিটির আহ্বায়ক সৈয়দ আহমেদ উল্লাহ শাকিল বলেন, আমরা এ জেলায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করবো। জ্ঞানসমৃদ্ধ ও আলোকিত প্রজন্ম গড়ে তুলবো।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত