ছবিঃ জয়পুর কণ্ঠ
স্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
জয়পুরহাট জেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় জেলা সদরে স্থানীয় স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।
জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম-আহ্বায়ক আব্দুল ওহাব, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট হৃষিকেশ সরকার ও সাধারণ সম্পাদক এডভোকেট স্বপন তালুকদার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নন্দকিশোর আগরওয়াল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের আহ্বায়ক উৎপল কুমার বাবু ও সদস্য সচিব পলাশ রায় প্রমুখ।
এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজার সময়ে এলাকায় নিরাপত্তার জন্য দলীয় নেতাকর্মীরা প্রতিটি মন্ডপে গিয়ে খোঁজ- রাখবে এবং হিন্দু ধর্মাবলম্বী ভাইদের সহযোগিতা করবে। আমরা চাই সবাই নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করুক। দুর্গাপূজায় যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য প্রতিটি মন্ডপে নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত