জয়পুরহাটে স্বামীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার
জয়পুরহাটের আক্কেলপুরে আগুনে পুড়ে নিহত স্বামী ছামছুল আলী খলিফার (৫৭) লাশ উদ্ধারের ঘটনায় তার স্ত্রী রাশেদা খলিফাকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে স্থানীয়রা তাকে ধরে নওগাঁ সদর থানায় হস্তান্তর করে। পরে তাকে আক্কেলপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রাশেদা নওগাঁ সদর উপজেলার শৈলগাছী উত্তরপাড়া গ্রামের বাসিন্দা এবং নিহত ছামছুল আলী খলিফার স্ত্রী।
এর আগে ৬ আগস্ট বিকেলে নিহতের ছোট ভাই মুজাহিদ খলিফা বাদী হয়ে রাশেদা, তার ছেলে রাসেল খলিফা এবং অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে আক্কেলপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রাশেদাকে ওই মামলায় দুই নম্বর আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আক্কেলপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, "নওগাঁ সদর থানার মাধ্যমে আসামি রাশেদাকে আমাদের হেফাজতে আনা হয়েছে। তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।"
উল্লেখ্য, গত ৫ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে আক্কেলপুর- তিলকপুর সড়কের কাদোয়া বটতলী এলাকার একটি কলাবাগান থেকে ছামছুল আলীর দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশে পাওয়া জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে পুলিশ তার পরিচয় নিশ্চিত করে।‾
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত