ছবিঃ জয়পুর কণ্ঠ
নিজস্ব প্রতিনিধি: ৫ ডিসেম্বর, ২০২৫
জয়পুরহাট জেলায় হঠাৎ করে তীব্র শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে সকাল থেকে রাত পর্যন্ত মানুষ শীতে জবুথবু অবস্থায় দিন কাটাচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্নআয়ের মানুষ, দিনমজুর, খেটে খাওয়া শ্রমিক ও ছিন্নমূলরা।
গত কয়েকদিন ধরে জেলার পাঁচবিবি, কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর, জয়পুরহাট সদর ও অন্যান্য উপজেলায় ভোরের দিকে ঘন কুয়াশার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। শীতের তীব্রতায় অনেকেই কাজে যেতে পারছেন না, ফলে দৈনিক আয় বন্ধ হয়ে পড়েছে।
বিশেষ করে খোলা আকাশের নিচে বসবাসকারী ছিন্নমূল মানুষ ও রেলস্টেশন, বাসস্ট্যান্ড এলাকায় রাত কাটানো ব্যক্তিরা চরম কষ্টে দিন পার করছেন। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে শিশু ও বয়স্করা বেশি ঝুঁকিতে রয়েছে। জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, শীতের তীব্রতার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সকালে স্কুলগামী শিশু ও কর্মজীবীরা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারছেন না।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে স্থানীয়দের দাবি, শীতের তীব্রতা আরও বাড়তে পারে—এ অবস্থায় দ্রুত ও পর্যাপ্ত শীতবস্ত্র বিতরণ নিশ্চিত করা প্রয়োজন।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিন জয়পুরহাটসহ উত্তরাঞ্চলে শীতের প্রকোপ আরও বাড়তে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত