ছবিঃ জয়পুর কণ্ঠ
স্টাফ রিপোর্টার : ১৬ জানুয়ারি ২০২৬
জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জয়পুরহাট জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপস্থিত নেতৃবৃন্দ পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং এলাকার সার্বিক উন্নয়ন প্রসঙ্গে মতবিনিময় করেন। তারা গণতন্ত্র পুনরুদ্ধার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বিএনপি প্রার্থী মাসুদ রানা বলেন, “দেশের বর্তমান প্রেক্ষাপটে জাতীয় ঐক্য ও ধর্মীয়–সামাজিক শক্তির ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
দোয়া মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত