ছবিঃ
স্টাফ রিপোর্টঃ শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২
বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডারের আয়োজনে আন্ত: ব্যাটালিয়ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় জয়পুরহাট ২০ বিজিবি প্রথম স্থান অর্জন করে। উক্ত প্রতিযোগিতায় দেশের গান, আধুনিক গান, নজরুল সঙ্গীত, রবীন্দ্রনাথ সংগীত, জারি গান ও লালন সংগীত পরিবেশন করে বিজিবি সদস্যরা। প্রতিযোগিতায় জয়পুরহাট-২০, ফুলবাড়ী-২৯ ও দিনাজপুর-৪২ ব্যাটালিয়নের বিজিবির শিল্পী সদস্যরা অংশ গ্রহণ করেন। জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের সুবেদার অসীম কুমার মারাকের নেতৃত্বে আন্ত:ব্যাটালিয়ান সংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজিবি সদস্য। দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মিজানুর রহমান পিএসসি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষে চ্যাম্পিয়ন গোল্ড মেডেল গ্রহণ করেন সুবেদার অসীম কুমার মারাক।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত