ছবিঃ সংগৃহীত
নিউজঃ সহযোগী সংবাদপত্র থেকে
কণ্ঠ ডেক্সঃ শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনা শুরু হওয়ার ৩৭ ঘণ্টা পার হলেও চূড়ান্ত ফলাফল এখনও ঘোষণা করা হয়নি। নির্বাচনে প্রকাশ্য অনিয়ম ও কারচুপির অভিযোগ থাকলেও ছাত্রদলের এক প্রার্থী শিক্ষার্থীদের স্বার্থে রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল মনোনীত প্যানেলের নারী যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী আঞ্জুমান ইকরা বলেন, নির্বাচনে জয়-পরাজয়ের উর্ধ্বে সুষ্ঠু ভোটের জন্য আমরা শিক্ষার্থীদের কাছে দায়বদ্ধ ছিলাম। প্রশাসনের প্রকাশ্য অনিয়ম ও কারচুপির পরও শিক্ষার্থীদের স্বার্থে রায় মেনে নিতে হবে।
আঞ্জুমান ইকরা জাতীয়তাবাদী ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে উল্লেখ করেন, ছাত্রদল তাকে এজিএস প্রার্থী হিসেবে নির্বাচিত করে সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর সুযোগ দিয়েছে। তিনি সমস্ত ভুলগুলো পুনর্বিবেচনা করে সামনের লক্ষ্য অর্জনের জন্য কাজ করার আহ্বান জানান। একইভাবে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দা অনন্যা ফারিয়া তার ফেসবুক পোস্টে বলেন, চলতি নির্বাচনের পুরো প্রক্রিয়ায় কিছু ত্রুটিবিচ্যুতি হয়েছে।
তবে সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থী এটিকে ব্যর্থ নির্বাচন মনে করছে না। তিনি আত্মসমালোচনা এবং ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন।
এদিকে, শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনে সংবাদ সম্মেলন করে জাকসু নির্বাচন কমিশনের অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি স্বীকার করেছেন যে, নির্বাচনে লেভেলে প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি এবং বিভিন্ন অনিয়ম ঘটেছে। তার ওপর চাপে থাকলেও তিনি পদত্যাগ করেছেন। এর আগে ছাত্রদল সমর্থিত প্যানেল কারচুপিসহ বিভিন্ন কারণে ভোট বর্জন করে এবং বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত