ছবিঃ জয়পুর কণ্ঠ
দেশের জন্য আত্মোৎসর্গকারী বিশালের কবর জিয়ারত করলেন ইউএনও সেলিম
স্টাফ রিপোর্টারঃ ৮ নভেম্বর ২০২৫
গত জুলাই-আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ করে মৃতবরণ করা শহীদ বিশালের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নবাগত ইউএনও মোঃ সেলিম আহমেদ।
গত শুক্রবার বিকালে ইউএনও মহদোয় উপজেলার রতনপুর গ্রামে শহীদ বিশালের কবর প্রাঙ্গণে উপস্থিত হন এবং তার আত্বার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে শহীদ বিশালের বাড়িতে যান এবং বিশালের মা-বাবার সঙ্গে কথা বলেন। এসময় পরিবারের সদস্যদের জন্য কিছু ফল উপহার দেন তিনি। আপনাদের যেকোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ রাখবেন বলেন, ইউএনও মহদোয়।
এসময় উপস্থিত ছিলেন ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম ও প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাস। উপজেলার রতনপুর গ্রামের সেলোমেশিন মেকার আব্দুল মজিদ সরকারের ছেলে শহীদ নজিবুল সরকার বিশাল। বিশাল জীবনদসায় পাঁচবিবি নাকরগাছী বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত