ছবিঃ জয়পুর কণ্ঠ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ১৯ নভেম্বর ২০২৫
নওগাঁর ধামইরহাটে দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আরডিআরএস’ এর ২৯৮তম শাখা কার্যালয় ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ীতে উদ্বোধন করা হয়েছে। ১৯ নভেম্বর (বুধবার) দুপুর ১২ টায় নতুন শাখার শুভ উদ্বোধন ও ৫জন ব্যাক্তিকে কৃষির উন্নয়নে ঋণ বিতরণের মাধ্যমে ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও সংস্থার মাইক্রোফিন্যান্স বিভাগের পরিচালক তারিক সাইদ হারুন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী ও খুলনা ডিভিশনাল ম্যানেজার রেজাউল করিম, আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল কাইয়ুম ও রবিউল ইসলাম, এরিয়া ম্যানেজার (পত্নীতলা) রকিবুল হোসেন ও আজিজার রহমান, শাখা ব্যবস্থাপক আলমগীর হোসেন প্রমূখ। উদ্বোধনের পূর্বে প্রধান অতিথি বলেন, ‘১৯৭২ সালে প্রতিষ্ঠিত এ সংস্থা ঋণ, সঞ্চয়, প্রশিক্ষণ ও সামাজিক উন্নয়ন কাজ সহ বিভিন্ন ভাবে দেশের উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছে, বিশেষ করে উত্তরাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।’
উদ্বোধন অনুষ্ঠানে সুশীল সমাজের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার নারী -পূরুষ অংশ গ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত