ছবিঃ জয়পুর কণ্ঠ
এ.বি.এস রতন, স্টাফ রিপোর্টার: ৬ ডিসেম্বর ২০২৫
নওগাঁয় সামাজিক সংগঠন লিল ফুকারা ই ওয়াল মাসাকিন এর উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নওগাঁ শহরের নামাজগড় মাদ্রাসা পাড়ায় এ সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নওগাঁ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আ.স.ম সায়েম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা আবু দাউদ এবং পরিচালনা করেন মাষ্টার মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রহিম এবং সংগঠনের সেক্রেটারি মাহমুদুর রহমান মিশু।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ইতিপূর্বে ১৭টি সেলাই মেশিনসহ দাফন সহায়তা, বিবাহ সহায়তা, গৃহ নির্মাণ, শিক্ষা সহায়তা ও ঈদ উদযাপন সহ বিভিন্ন সমাজসেবা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
প্রধান অতিথি অ্যাডভোকেট আ.স.ম সায়েম বলেন, “কর্মসংস্থান তৈরিতে যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই। সমাজের বিত্তবানদের সামাজিক কাজে এগিয়ে এসে সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।”
সেলাই মেশিন পাওয়া উপকারভোগী পার-নওগাঁ মণ্ডলপাড়ার বাসিন্দা মোঃ হান্নান জানান,
“আমি রংয়ের কাজ করি, আর স্ত্রী আগে সেলাইয়ের কাজ করত। অসুস্থতার কারণে কয়েক বছর আগে আমাদের মেশিনটি বিক্রি করতে হয়েছিল। এখন নতুন মেশিন পেয়ে আবারও ঘুরে দাঁড়াতে পারবো, সংসারে স্বচ্ছলতা ফিরবে ইনশাল্লাহ।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উপকারভোগী নারী ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত