ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ৫ জানুয়ারি ২০২৬
ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, উদ্যোক্তাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং জেলাভিত্তিক শিল্পায়নকে গতিশীল করার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করলো জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদ। দ্বি-বার্ষিক মেয়াদের আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে নতুন নেতৃত্বের হাতে তুলে দেওয়া হলো জেলার ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনের কার্যভার।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট শহরের কলেজ রোডে অবস্থিত স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সাবেক সভাপতি আব্দুল হাকিম মন্ডল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য নির্বাচিত সভাপতি আনোয়ারুল হক আনু ও তার নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের সদস্যদের কাছে।
মর্যাদাপূর্ণ আয়োজনে রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের উপস্থিতি
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান, জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ, সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী রাশেদুল ইসলাম সবুজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোমেন ফকির, চেম্বারের সাবেক সভাপতি বেলায়েত হোসেন লেবুসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও পেশাজীবী শ্রেণির প্রতিনিধিরা।
নতুন কমিটির অঙ্গীকার
দায়িত্ব গ্রহণকালে নবনির্বাচিত সভাপতি আনোয়ারুল হক আনু বলেন, “জয়পুরহাটের ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো এবং শিল্পায়নের নতুন সম্ভাবনা সৃষ্টি করাই হবে আমাদের মূল লক্ষ্য। সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে ব্যবসা পরিবেশ আরও সহজ ও গতিশীল করা হবে।”
বিদায়ী সভাপতি আব্দুল হাকিম মন্ডল তার বক্তব্যে নবনির্বাচিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে বলেন, "চেম্বার একটি সম্মিলিত শক্তির জায়গা। আশা করি নতুন নেতৃত্ব সততা, দক্ষতা ও ঐক্যের মাধ্যমে জয়পুরহাটের ব্যবসা-বাণিজ্যকে আরও এগিয়ে নিয়ে যাবে।”
উল্লেখ্য
জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬–২০২৭ দ্বি-বার্ষিক মেয়াদের জন্য নির্বাচিত এই পরিচালনা পর্ষদ জেলার ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবে—এমনটাই আশা সংশ্লিষ্টদের।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত