ছবিঃ জয়পুর কণ্ঠ
মোঃ রুহুল আমিন পারভেজ, জয়পুরহাট প্রতিনিধিঃ ১২ সেপ্টেম্বর ২০২৫, রবিবার
আগামী ফেব্রুয়ারীতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোটের আয়োজনসহ ৫ দফা দাবীতে মিছিল ও মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখা।
[caption id="attachment_3137" align="alignnone" width="300"] ছবিঃ জয়পুর কণ্ঠ[/caption]
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ১২ অক্টোবর রবিবার বিকেল ৩ টায় জয়পুরহাটে শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা বিভিন্ন এলাকা থেকে এসে জড়ো হয়। পরে মিছিল নিয়ে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে এসে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর লেখা স্মারকলিপি, জেলা প্রশাসক মহাদয়ের কাছে প্রদান করে।
এ সময় জয়পুরহাট ১ সংসদীয় আসনের প্রার্থী ও জেলা জামায়াতের আমির জনাব ফজলুর রহমান বলেন, কালো টাকা, সন্ত্রাস ঠেকাতে পিআর নির্বাচনের বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ জারি ও আদেশের উপর গণভোটসহ ৫ দফা দাবী পূরণের দাবী জানান।
স্মারকলিপি প্রদানের সময় অন্যান্যদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্যদেন আক্কেলপুর থানা জামায়াতে ইসলামীর আমির মো: শফিকুল ইসলাম দিপু, কালাই থানা জামায়াতে ইসলামীর আমির মাও: মো: মুনসুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এ্যাড: মো: মামুনুর রশিদ প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত