ছবিঃ জয়পুর কণ্ঠ
স্টাফ রিপোর্টারঃ সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
বেতন-ভাতা বৃদ্ধি ও ন্যায্য প্রাপ্যতা নিশ্চিতের দাবিতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টায় শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি প্রভাষক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষক অংশগ্রহণ করেন।
[caption id="attachment_3163" align="alignnone" width="300"] ছবিঃ জয়পুর কণ্ঠ[/caption]
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হলে শিক্ষকদের মর্যাদা, সম্মান ও আর্থিক প্রাপ্যতা নিশ্চিত করা অপরিহার্য। তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বৃদ্ধি না হওয়ায় শিক্ষক সমাজ মানবেতর জীবন যাপন করছেন, যা শিক্ষা কার্যক্রমের মানকেও ক্ষতিগ্রস্ত করছে।
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান—অবিলম্বে শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়ন করে বেতন- ভাতা বৃদ্ধি, পদোন্নতি কাঠামো সংস্কার ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হোক। একইসঙ্গে শিক্ষকদের মর্যাদা রক্ষায় কার্যকর নীতিমালা প্রণয়নের দাবিও জানান তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত