ছবিঃ জয়পুর কণ্ঠ
মোঃ জাহাঙ্গীর আলম পঞ্চগড় প্রতিনিধিঃ ৮ নভেম্বর ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় -২ (বোদা- দেবীগঞ্জ) আসনে দলীয় প্রার্থী হিসেবে মোদীবিরোধী আন্দোলনের কারা নির্যাতিত শ্রমিক নেতা শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক, আসাদুজ্জামান নূর আসাদ দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি ঘোষণা দিয়েছেন।
আসাদুজ্জামান নূর আসাদ ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে উঠে আসেন। একাধিকবার তিনি হামলা ও মামলার শিকার হয়েছেন। ২০২১ সালে ভারতীয় আগ্রাসন ও আধিপত্য মোদি বিরোধী আন্দোলনে গ্রেরেফতার হোন পুলিশের ৫ দিন রিমান্ড শেষ দীর্ঘ ৬ মাস কারাবরণ করেন, এছাড়াও বেশ কয়েকটি রাজনৈতিক মামলা রয়েছে তার নামে, পাট কল- চিনি কল চালুর দাবীতে আন্দোলন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন সহ জাতীয় সকল ইস্যুতে রাজপথে সক্রিয় ছিলেন।
যুগপৎ আন্দোলন এবং ২৪ এর অভ্যুত্থানেও রাজপথে সক্রিয় ছিলেন।
আসাদুজ্জামান নূর আসাদ বলেন, ৫৪ বছর ধরে দেশে যে গতানুগতিক রাজনীতি চলছে তা ভেঙ্গে এলিট বা ধনিক শ্রেণীর হাত থেকে প্রায় ৮ কোটি শ্রমশক্তির দেশে একজন কৃষকের সন্তান হিসেবে সংসদে শ্রমিক শ্রেনীর প্রতিনিধিত্ব করে জনগণের জন্য কল্যানকর রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। পঞ্চগড়ের মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে তরুণ ছাত্র, যুব, শ্রমিক জনাতা কে নিয়ে সমৃদ্ধ পঞ্চগড় গড়তে চাই! আধুনিক স্বাস্থ্য সেবা, শিক্ষার মান উন্নয়ন, ভালো যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা, ইপিজেড সহ সুগার মিল চালুর ব্যবস্থা করতে চাই। সকল শ্রেণী পেশার মানুষের মানসম্মত মৌলিক চাহিদা পূরণ, সামাজিক নিরাপত্তা সহ কল্যান রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে চাই।
আমাকে ট্রাক মার্কায় আপনাদের পবিত্র মূল্যবান ভোট দিয়ে বোদা-দেবীগঞ্জ বাসির সেবা করার সুযোগ দিলে আমি আপনাদের জন্য জীবন বাজি রেখে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত