ছবিঃ জয়পুর কণ্ঠ
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: ২৫ সেপ্টেম্বর, ২০২৫
নওগাঁর পত্নীতলা সীমান্ত ভারতীয় মাদকদ্রব্যসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
পত্নীতলা ১৪ বিজিবি সূত্র জানায়, বুধবার দিবাগত রাতে (২৫ সেপ্টেম্বর) পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ পত্নীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের ঘোলাদিঘী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি আরও জানান, রাধানগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আবু তাহের এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৩/২২-আর হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোলাদিঘী এলাকায় অভিযান পরিচালনা করে ৫ গ্রাম হিরোইন, ১৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ৬০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১টি ইজিবাইক এবং ২টি মোবাইলফোনসহ ৩ জন মাদক চোরাকারবারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- পত্নীতলা উপজেলার ঘোলাদিঘী গ্রামের মৃত মোয়াজ্জেম আলীর ছেলে ইয়াছিন আলী (৪৬) ও ইয়াছিন আলীর ছেলে শহিদ হাসান (২২) এবং চক সনাতন দিঘীপাড়া গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে সৌমিক হাসান (২৮)।
পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইকবাল হাসান উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'সীমান্তে মাদকদ্রব্যসহ চোরাকারবারি এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।'
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মোঃ এনায়েতুর রহমান বলেন, 'পত্নীতলা ১৪ বিজিবি কর্তৃক আটককৃত তিন মাদক কারবারিকে বৃহস্পতিবার সকালে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।'
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত