ছবিঃ জয়পুর কণ্ঠ
নিজস্ব প্রতিনিধিঃ ৩ নভেম্বর ২০২৫
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা- টানা ২-৩ দিনের অসময় বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় চাষিরা বিপর্যয়ের মুখে পড়েছেন। বিশেষ করে আমন ধান ও রবি ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে সব ক্ষতির মাঝেও চাষিরা খুঁজে পেয়েছেন নতুন আশার আলো। মহীপুর কেন্দ্রের ৭৯ নং ইউনিট পরিদর্শনে দেখা গেছে, আখের ক্ষেতগুলো তুলনামূলকভাবে ভালো অবস্থায় রয়েছে। সামান্য কিছু ক্ষতি ছাড়া আখের ফসল সবুজ ও শক্তিশালী।

জচিক-এর ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ জনাব মোঃ খবির উদ্দিন মোল্ল্যা পরিদর্শনকালে চাষিদের সঙ্গে মতবিনিময় করেন এবং আখ চাষে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। তিনি বলেন,
“আখ একটি অর্থকরী ফসল। এটি বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি বা ঝড়—সব প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেও টিকে থাকতে পারে।”
তিনি আরও বলেন, সঠিক পরিচর্যা, নিয়মিত পর্যবেক্ষণ ও আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে চাষিরা আখ থেকে স্থিতিশীল আয় নিশ্চিত করতে পারেন। হেলিয়ে পড়া আখকে দ্রুত দাঁড় করানো এবং ভাঙা আখকে সংগ্রহ করে সংরক্ষণ করার পরামর্শও তিনি দেন।
স্থানীয় কৃষকরা জানান, এবারের অকালবৃষ্টিতে ধান ও রবি ক্ষতিগ্রস্ত হলেও আখের ভালো অবস্থার কারণে তারা নতুন করে আশা বাঁচিয়েছেন। এখন আখ চাষ তাদের আর্থিক ভরসার অন্যতম উৎস হিসেবে দাঁড়িয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত