ছবিঃ জয়পুর কণ্ঠ
নিজস্ব প্রতিবেদকঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আদিবাসী জনগোষ্ঠীর ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সঠিকভাবে ভোট প্রদানের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে “ইনক্লুসিভ ভোটার এডুকেশন” প্রকল্পের আওতায় ভোটার অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রকল্পের উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১১টায় পিপলস অব দি মার্জিনালাইজড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পামডো)-এর আয়োজনে উচাই আদিবাসী একাডেমীর কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় পামডো’র প্রতিষ্ঠাতা ডা. দ্বিজেন্দ্রনাথ সরকার সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার এম এ ওয়াহাব মিয়া।
পামডো’র নির্বাহী পরিচালক হৈমন্তী সরকার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাহমুদ হাসান, আইএফইএস-এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার কানিজ ফাতেমা, এবং উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা জুই আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) তুহিন রেজা, জেলা গোয়েন্দা শাখার ওসি আসাদুজ্জামান আসাদ, পাঁচবিবি থানার ওসি নিয়ামুল হক, স্বর্ণভূমির নির্বাহী পরিচালক সারাহ মারান্ডী, ও পামডো’র জিএম শাহাবুর রহমান প্রমুখ।
প্রকল্পটি ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেম (IFES), এফসিডিও (FCDO) ও ইউইউ (EU)-এর সহযোগিতায় সারাদেশে ১৩টি বেসরকারি সংস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছে।
জয়পুরহাট ও দিনাজপুর জেলায় প্রকল্পটি বাস্তবায়ন করছে পামডো ও স্বর্ণভূমি নামের দুটি এনজিও। এ কর্মসূচিতে অংশগ্রহণকারী আদিবাসী নারীদের ভোটদান প্রক্রিয়া শেখাতে আয়োজকরা ডেমো ভোটের (Dummy Vote) আয়োজন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত