ছবিঃ জয়পুর কণ্ঠ
স্টাফ রিপোর্টারঃ ১০ ডিসেম্বর ২০২৫
মানবাধিকার আমাদের দৈনন্দিন অপরিহার্য বিষয় এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে ১০ ডিসেম্বর বুধবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৫ পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলার বাগজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিতর্ক প্রতিযোগিতা, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টনার বেসরকারি উন্নয়ন সংস্থা "বন্ধন'এর আয়োজনে এমপাওয়ারহার প্রকল্পের অধীনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এবারের বিষয় ছিল, মানবাধিকার আমাদের দৈনন্দিন অপরিহার্য বিষয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে পক্ষে-বিপক্ষে বক্তব্য দিয়ে বিজয় ছিনিয়ে নেয় শ্রী শ্রাবণ চন্দ্রের দল।
এই আয়োজনে প্রকল্পের আওতাধীন জেন্ডার ইকুয়টি ফোরামের ৮টি ইউনিয়ন ও উপজেলা ফোরামের সদস্যদের সাথে শিক্ষার্থীরা যুক্ত হন। দিনব্যাপী এই আয়োজনে বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক।
প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর বিপ্লব আলীর সঞ্চালনায় এতে মানবাধিকার বিষয়ে বক্তব্য রাখেন, প্রকল্পের ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার ডক্টর সাজ্জাদুল বারী।
শেষে শিক্ষক, শিক্ষার্থী সহ সমাজের বিভিন্ন স্তরের লোকজনের অংশগ্রহণনে এক র্যালী স্কুল চত্বর প্রদক্ষিণ করে।
উল্লেখ্য,সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে, জিএফএ প্রকল্পটি কনসালটিং গ্রুপ কর্তৃক পরিচালিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত