ছবিঃ জয়পুর কণ্ঠ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৫
জয়পুরহাটের পাঁচবিবির সিনিয়র উপজেলা মৎস্য অফিস চায়না দুয়ারী জাল জব্দ করেছে। বৃহস্পতিবার দুপুরে মৎস্য সংরক্ষণ অভিযান চালিয়ে উপজেলার বালিঘাটা ইউনিয়নের পাটাবুকা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদী থেকে ১২'টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। অভিযান পরিচালনা কালে জালের মালিক কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। জব্দকৃত জালগুলো উপজেলা প্রসাশনের কার্যালয়ের সামনে জনসমক্ষে আগুনে পুড়িয়ে ফেলা হয়। প্রায় ১২'মিটার জব্দকৃত জাল গুলোর আনুমানিক মূল্য ৫০'হাজার টাকার অধিক বলে, জানান মৎস্য অফিস। মৎস্য সংরক্ষণ অভিযানে নেতৃত্ব দেন পাঁচবিবি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি। অভিযানে পুলিশী নিরাপত্তা দেন থানার সিনিয়র এসআই মোঃ আব্দুল্লাহ আল মাসুম ও মৎস্য অফিসের অফিস সহকারী মোঃ মাহমুদুল হাসান। মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি বলেন, মৎস্য সংরক্ষণ অভিযানের অংশ হিসাবে অবৈধ চায়না দুয়ারী জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকারের অপরাধে জালগুলো জব্দ করে আগুন ধরিয়ে দেয় হয়। এমন কার্যক্রম চলমান থাকবে বলেও, জানান মৎস্য এ কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত