ছবিঃ জয়পুর কণ্ঠ
মোঃ রুহুল আমিন পারভেজ, জয়পুরহাট প্রতিনিধিঃ ১২ সেপ্টেম্বর ২০২৫, রবিবার
জয়পুরহাটের পাঁচবিবিরতে জাতীয় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে।
রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার উচাই বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ বেলায়েত হোসেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুন কুমার পালের সভাপতিত্বে এসময় উপস্থিত বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, মহিলাবিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহুরুল ইসলাম ও উচাই বালিকা বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নওশাদ আলী।
ডাঃ তরুন কুমার বলেন, টাইফয়েড একটি পানি বাহিত রোগ। ভবিষ্যৎ প্রজন্মকে যেন আক্রান্ত করতে না পারে এজন্য সারাদেশে একযোগে এ কার্যক্রম শুরু হয়েছে। তিনি আরো বলেন, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী উপজেলার প্রায় ৬০'হাজার শিশুকে এ টিকা প্রদান করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত