ছবিঃ জয়পুর কণ্ঠ
স্টাফ রিপোর্টারঃ ১৯ নভেম্বর ২০২৫
জয়পুরহাটের পাঁচবিবির মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় করেন জয়পুরহাট-১ আসনের ধানের শীষের এমপি প্রার্থী মোঃ মাসুদ রানা প্রধান।
গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার বিনধারা মামুন মেমোরিয়াল বিদ্যালয় মাঠে মতবিনিময় মাঠে। ইউনিয়ন বিএনপির সভাপতি আইনুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুল ওহাব, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তালুকদার রুকু, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ জালাল, সম্পাদক মোঃ ফারুক হোসেন, আটাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলজার আলী খাঁ, জেলা কৃষকদলের সদস্য সচিব কাজী মঞ্জুরে মওলা পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মামুন প্রধান ও পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউর ইসলাম রকি সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
সভায় সকল নেতাকর্মীদের ভেদাভেদ ভূলে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ে এক হয়ে কাজ করতে হবে। এবং বাড়ি বাড়ি গিয়ে শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক জিয়ার সালাম পৌঁছে দিতে হবে এবং ধানের শীষের ভোট প্রার্থনা করতে বলেন, প্রধান অতিথি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত