বগুড়া প্রতিনিধিঃ সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া এলাকায় ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) দখল থেকে উদ্ধারকৃত করতোয়া নদীর জমিতে বৃক্ষরোপণ করে সরকারি জমি দখলে রাখার কার্যক্রম উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা। গত শনিবার দুপুরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে পানি উন্নয়ন বোর্ড বগুড়ার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার সহ বগুড়া বন বিভাগের কর্মকর্তা ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা অংশ নেন।
জানা গেছে, এর আগে গত ৯ এপ্রিল টিএমএসএস’র মালিকানাধীন বিসিএল গ্লাস কারখানায় উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। ওই সময়ের অভিযানে টিএমএসএস’র অবৈধ দখল থেকে জমি উদ্ধার করা হয়। সেই উদ্ধারকৃত জমিতে গত শনিবার বৃক্ষরোপণের মাধ্যমে সরকারি জমি দখলে রাখার কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত