ছবিঃ জয়পুর কণ্ঠ
স্টাফ রিপোর্টারঃ ১২ সেপ্টেম্বর ২০২৫, রবিবার
বগুড়ায় অভিনব কৌশলে পিকআপে করে মাদক পরিবহনের সময় ২৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি মাদকবাহী পিকআপ ভ্যানসহ মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ টাকা জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে তথ্য আসে যে ঢাকা থেকে বগুড়াগামী একটি পিকআপ ভ্যানে বিপুল পরিমাণ গাঁজা পরিবহন করা হচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল অভিযান চালায়।
গতকাল শনিবার (১১ অক্টোবর) ভোরে শাজাহানপুর উপজেলার মাঝিরা ইউনিয়নের সাজাপুর মৌজায় টিএমএসএস সিএনজি পাম্পের সামনে হাইওয়ে রোডে ওই অভিযান পরিচালিত হয়।
এ সময় ঢাকা মেট্রো-ন-১২-৭১০২ নম্বরের একটি নীল পিকআপ আটক করা হয়। পিকআপের ভেতরে তল্লাশি চালিয়ে ২৩ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত