ছবিঃ জয়পুর কণ্ঠ
স্টাফ রিপোর্টারঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৫
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জয়পুরহাট-১ ও ২ আসনে বিএনপির ছয়জন মনোনয়নপ্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের নজরে আসতেই নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় রয়েছেন তারা। স্থানীয়ভাবে চলেছে আলোচনার ঝড়—কে পাবেন দলীয় চূড়ান্ত মনোনয়ন?
জাতীয় নির্বাচন ঘিরে দেশে ফের সরগরম রাজনৈতিক অঙ্গন। সেই উত্তাপ ছুঁয়ে গেছে উত্তরের জেলা জয়পুরহাটেও। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এখন টানটান উত্তেজনা—জয়পুরহাট-১ ও জয়পুরহাট-২ আসনের ছয়জন মনোনয়নপ্রত্যাশী একত্রে অবস্থান করছেন সেখানে। নিজেদের জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এবং রাজনৈতিক ইতিহাসকে সামনে রেখে প্রত্যেকেই চান কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত মনোনয়ন পেতে। তবে প্রশ্ন উঠছে—কে পাবেন শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন? দলের অভ্যন্তরীণ সমীকরণ, মাঠের জনপ্রিয়তা এবং কেন্দ্রীয় নেতাদের আস্থা—সব মিলিয়ে এই ছয়জনের মধ্যে থেকে দুজনই পাবেন টিকিট, বাকিদের জন্য থাকবে হতাশার গল্প।
তবে ছয়জন মনোনয়নপ্রত্যাশীর এই একসাথে অবস্থান রাজনীতির মাঠে নতুন মাত্রা যোগ করেছে। দলের তৃণমূল কর্মীরাও রয়েছেন বাড়তি আগ্রহে—দেখার অপেক্ষা কে হবেন বিএনপির টিকিটধারী প্রার্থী?
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত