ছবিঃ জয়পুর কণ্ঠ
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ ১২ অক্টোবর ২০২৫ রবিবার
বাংলাদেশ খেলাফত মজলিসের বিরামপু, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট শাখার উদ্যোগে গণসমাবশ বিরামপুর পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার ( ১১ অক্টোবর) সন্ধ্যায় দিনাজপুরের বিরামপুর পাইলট স্কুল মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনিত প্রার্থী দিনাজপুর-৬ মুফতি নুরুল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মাওলানা রেজাউল করিম, মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা জোবায়ের সাঈদ, মাওলানা মোশারফ হোসেন। বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর-৬ আসন বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট উপজেলার খেলাফত মজলিসের সকল সভাপতি ও সম্পাদক সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লমা মামুনুল হক অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, জুলাই সনদের আগে যদি নির্বাচনী নীল নকশা করা হয় তাহলে বাংলার জনগণ রাজ পথ ছাড়বে না ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত