ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টার: ৯ নভেম্বর ২০২৫
নওগাঁর সাপাহার উপজেলার গোপালপুর গ্রামে হঠাৎ এক শিয়ালের হামলায় নারী ও শিশুসহ তিনজন আহত হয়েছেন। রবিবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র তানভীর (৭) শ্রেণিকক্ষ থেকে বের হয়ে মাঠে গেলে হঠাৎ একটি শিয়াল তাকে আক্রমণ করে কামড় দেয়। শিশুটির চিৎকারে শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে এসে শিয়ালটিকে ধাওয়া করলে এটি গ্রামে ঢুকে পড়ে।
পরে শিয়ালটি ওই গ্রামের জাহাঙ্গীর আলীর স্ত্রী রশিদা বেগম (৪০) ও পাশের বাড়ির গৃহবধূ চেহেরি (৩৮)-কে কামড় দেয়। শিয়ালটি একটি গরুকেও কামড় দেয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
আহতদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠান। তবে রশিদা বেগমের অবস্থা কিছুটা গুরুতর বলে জানা গেছে।
স্থানীয়দের ধারণা, শিয়ালটি জলাতঙ্কে আক্রান্ত ছিল। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত