ছবিঃ জয়পুর কণ্ঠ
স্টাফ রিপোর্টারঃ ৫ ডিসেম্বর, ২০২৫
শীত মৌসুম এলেই সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠন সাধারণত বয়স্ক মানুষদের মাঝে কম্বল বিতরণে এগিয়ে আসে। তবে এই প্রচলিত ধারার বাইরে গিয়ে শীতার্ত শিশুদের কথা বিশেষভাবে বিবেচনায় এনে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পামডো।
কনকনে শীতে যখন দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের শিশুরা পর্যাপ্ত গরম পোশাকের অভাবে চরম কষ্টে দিন কাটাচ্ছে, ঠিক তখনই পামডোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও তার নেতৃত্বাধীন টিম বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে শীতার্ত শিশুদের মাঝে গরম জামাকাপড় বিতরণ করছেন। শিশুদের জন্য সোয়েটার, জ্যাকেট, টুপি ও মোজা প্রদান করে তাদের শীতের কষ্ট লাঘবের চেষ্টা করছে সংস্থাটি।
পামডোর এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই বলেন, শীত মৌসুমে শিশুদের কষ্ট অনেক সময় চোখ এড়িয়ে যায়। অথচ শিশুরাই ভবিষ্যৎ প্রজন্ম। তাদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। সেই জায়গা থেকেই পামডোর এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে।
পামডোর প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, “শীত শুধু বয়স্কদের জন্য কষ্টকর নয়, শিশুদের জন্য এটি আরও বেশি ঝুঁকিপূর্ণ। অনেক শিশু ঠিকমতো শীতের কাপড় না পেয়ে অসুস্থ হয়ে পড়ে। আমরা চেয়েছি সরাসরি তাদের কাছে গিয়ে প্রয়োজনীয় গরম পোশাক পৌঁছে দিতে।”
তিনি আরও জানান, এই কার্যক্রম শুধু একদিনের জন্য নয়; শীত মৌসুম জুড়ে পামডোর পক্ষ থেকে বিভিন্ন প্রত্যন্ত এলাকায় শিশুদের জন্য এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় অভিভাবকরাও পামডোর এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বলেন, এমন উদ্যোগ শিশুদের শুধু শীত থেকে রক্ষা করে না, বরং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পামডোর এই ব্যতিক্রমী উদ্যোগ নিঃসন্দেহে অন্য বেসরকারি সংস্থা ও বিত্তবানদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত