ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ৮ নভেম্বর ২০২৫
জয়পুরহাটের কালাই উপজেলা কেন্দ্রিয় মডেল মসজিদ অডিটোরিয়ামে শনিবার ৮ নভেম্বর সকাল সাড়ে আটটায় কালাই উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে মোনতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার সভাপতি এ্যাডঃ মোঃ মামুনুর রশীদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জামায়াত মনোনীত জয়পুরহাট-০২ আসনের এমপি প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সেক্রেটারি এ্যাডঃ আসলাম হোসাইন, কালাই উপজেলা জামায়াতের আমীর মাওঃ মোঃ মুনছুর রহমান, সেক্রেটারি আব্দুল আলীম, জামায়াত নেতা মাওঃ নুরুজ্জামান সরকার, আবু সাঈদ মোঃ রকিব উদ্দিন, মোজাফফর হোসেন। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন উপজেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি মোঃ মহান উদ্দিন। বক্তারা বলেন দেশে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই। আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহব্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত