ছবিঃ জয়পুর কণ্ঠ
মুনছুর রহমান- বিশেষ প্রতিনিধিঃ ৯ আগস্ট, ২০২৫
গাজীপুরে দৈনিক প্রতিদিন পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যা ও দৈনিক বাংলাদেশ আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে পুলিশের সামনে সন্ত্রাসী কর্তৃক ইট দিয়ে মাথা থেঁতলিয়ে আহত করার প্রতিবাদ জানিয়ে বিচার দাবিতে মানববন্ধন করেছে কালাই সাংবাদিক পরিষদ।
আজ শনিবার (৯ আগস্ট) বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকা জয়পুরহাট-বগুড়া মহাসড়কে কালাই সাংবাদিক পরিষদ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকদের সাথে মানববন্ধনে যোগ দেন সর্বসাধারনও।
মানববন্ধনে কালাই সাংবাদিক পরিষদের সভাপতি শাহারুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি মুনছুর রহমান, সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক এম এ করিম, যুগ্ম সম্পাদক রায়হান আলী, কোষাধক্ষ্য আব্দুল বাতেন, অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, শিরট্টি কলেজের অধ্যক্ষ শাহাজাহান আলী এবং কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ তাইফুর রহমান ফিতা। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোকারম হোসাইন, সামছুল হক,রেজুয়ানুল হক, ফেরদৌস বারী সোহেল, তাইফুর রহমান বাবু প্রমুখ।
সভাপতি শাহারুল আলম বলেন,‘সাংবাদিক তুহিন হত্যাকান্ড শুধু একজন সাংবাদিকের কণ্ঠরোধ নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার ওপর ভয়াবহ হুমকি। আমরা এই বর্বরতা হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানাই।’
সাধারণ সম্পাদক আব্দুল করিম বলেন,‘রাষ্ট্রের প্রধান দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এমন ঘটনা ঘটায় আমরা প্রশ্নবিদ্ধ হই। সহসভাপতি মুনছুর রহমান বলেন- সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপরাধের বিচার না হলে সমাজে অশান্তি ছড়িয়ে পড়বে।’ মানববন্ধনে বক্তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত