ছবিঃ সীমান্তের আওয়াজ
গোলাম রব্বানী হিলি: ৯ নভেম্বর ২০২৫
সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন দফা দাবি আদায়ের আন্দোলনের অংশ হিসেবে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় কর্ম বিরতি পালন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
রবিবার (৯ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতি থাকলেও শ্রেণি কার্যক্রম বন্ধ রেখে তারা কর্ম বিরতিতে অংশ নেন।
উপজেলার বোয়ালদাড় ও ছাতনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাহবুর রহমান ও মোঃ রেজাউল করিম বলেন, “আমরা দেশের কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা, লাঠিচার্জ ও গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে আমরা কর্ম বিরতি পালন করছি।”
কোকতাড়া হাইস্কুলের সহকারী শিক্ষক নার্গিস পারভীন বলেন, “সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড দীর্ঘদিনের দাবি। এই দাবিসহ তিন দফা দাবির আন্দোলনে অংশ নিয়েছি। বিদ্যালয়ে উপস্থিত আছি, তবে ক্লাস নিচ্ছি না।”
হাকিমপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নওশাদ আলী জানান, “দশম গ্রেড প্রদান, শতভাগ পদোন্নতি এবং ১০-১৬ বছরে টাইমস্কেল প্রদানের দাবিতে সারা দেশে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন চলছে। আন্দোলন চলাকালে পুলিশের হামলায় গাইবান্ধার শিক্ষক আবুল কাশেম নিহত হন ও শিক্ষক খায়রুন নাহার লিপি গুরুতর আহত হয়েছেন। শিক্ষক নেতাদেরও গ্রেফতার করা হয়েছে। তাদের নিঃশর্ত মুক্তি ও দাবি আদায়ের দাবিতে হাকিমপুরের ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা উপস্থিত থেকেও কর্ম বিরতি পালন করেছেন।”
তবে পৌর এলাকার বাংলাহিলি মডেল-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ও ক্লাস কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে দেখা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত