ছবিঃ সীমান্তের আওয়াজ
গোলাম রববানী হিলি (হাকিমপুর) ৩১ ডিসেম্বর ২০২৫
দিনাজপুরের হাকিমপুর হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজা নামাজে শিশু থেকে সকল বয়স ও সব শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২ টায় হাকিমপুর উপজেলার বোয়ালদাড় স্কুল এন্ড কলেজ মাঠে স্থানীয় বিএনপির আয়োজনে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজ পড়ান বোয়ালদাড় মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল কালাম আজাদ।
জানাজা শেষে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জানাজা নামাজে অংশ গ্রহণ করা কিশোর তৌফিক হোসেন বলেন, আমি শুধু বেগম খালেদা জিয়াকে টিভিতে দেখেছি। তাঁর জানাজা নামাজে আমি আমার সঙ্গে এসেছি। আমি তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে করেন।
এসময় হাকিমপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল হোসেন বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নেত্রী ছিলেন। দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন দৃঢ়চেতা ও আপসহীন নেতৃত্বকে হারাল।
হাকিমপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহিনুর ইসলাম শাহিন বলেন, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। তিনি কখনো অন্যায়ের কাছে হার না মানা নেত্রী। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে এক অপূরনয় ক্ষতি হয়েছে। তাঁর রাজনৈতিক জীবন এর আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহিনুর ইসলাম শাহিন, প্রভাষক এরফান আলী, বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির সভাপতি আতোয়ার রহমান, সাধারণ সম্পাদক নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শুভ, উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল হোসেন, ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব সোহাগ হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও দিনাজপুর-৬ আসনের নবাবগঞ্জ উপজেলার হোলইজানা মাদ্রাসা মাঠে গায়েবি জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
গায়েবানা জানাজা নামাজের আগে সকল নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করেন এবং উপস্থিত সকল মানুষকে কালো ব্যাচ পড়িয়ে দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত