ছবিঃ জয়পুর কণ্ঠ
গোলাম রব্বানী, হিলি (দিনাজপুর) প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৫
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও ভোক্তা সুরক্ষা নিশ্চিত করতে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিশেষ অভিযান পরিচালনা করেছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে পরিচালিত এ অভিযানে মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি এবং খাদ্যদ্রব্যে নিষিদ্ধ হাইডোজ ও সাল্টু ব্যবহারের অভিযোগে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন। তিনি বলেন,
“বাজারে পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি রোধে এই অভিযান পরিচালনা করা হয়েছে। নিয়মবহির্ভূতভাবে পণ্য বিক্রি ও নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারের প্রমাণ পাওয়ায় ছয় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
অভিযানকে সহযোগিতা করেন হাকিমপুর থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই মোস্তাফিজুর রহমানসহ পুলিশের একটি বিশেষ দল।
স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা নিয়মিত বাজার তদারকির উদ্যোগকে স্বাগত জানিয়ে ভোক্তার অধিকার রক্ষায় এমন কার্যক্রম আরও বাড়ানোর দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত