ছবিঃ জয়পুর কণ্ঠ
এম রাসেল আহমেদ, জয়পুরহাট : ১২ অক্টোবর ২০২৫, রবিবার
“শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ”— এসব স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল জয়পুরহাটের কালাই উপজেলা শহর।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের অঙ্গীকারে এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে রবিবার (১২ অক্টোবর) বিকাল ৫টায় কালাইয়ে অনুষ্ঠিত হয় বিশাল গণমিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনিসুর রহমান তালুকদার।
কালাই থানা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শত শত নেতাকর্মী অংশ নেন। গণমিছিলটি কালাই বাজার এলাকা প্রদক্ষিণ করে বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়।
নেতাকর্মীরা জানান, জনগণের মাঝে বিএনপির ৩১ দফা রূপরেখা পৌঁছে দিতে এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাতেই এই গণমিছিল ও লিফলেট বিতরণের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত