ছবিঃ জয়পুর কণ্ঠ
বগুড়া প্রতিনিধিঃ ১৬ জানুয়ারি ২০২৬
বগুড়াসহ বিভিন্ন উপজেলায় ভেটেনারি ভেজাল ওষুধ উৎপাদনকারী কারখানা ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে। এতে একদিকে যেমন প্রাণিসম্পদ খাত হুমকির মুখে পড়ছে, অন্যদিকে খামারি ও ভোক্তারা আর্থিক ও স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। সংশ্লিষ্টদের মতে, নিয়ন্ত্রণ ও নিয়মিত তদারকি জোরদার না হলে এ প্রবণতা আরও ভয়াবহ রূপ নিতে পারে।
এরই ধারাবাহিকতায় বগুড়ার কাহালু উপজেলার মুরাইল এলাকায় অবস্থিত ‘আহাজ ফার্মা’ নামক একটি ভেটেনারি ওষুধ কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সঠিক প্রক্রিয়া অনুসরণ না করে ভেটেনারি ভেজাল ওষুধ উৎপাদন ও প্যাকেটজাত করার অপরাধে কারখানার মালিক মোঃ হেলাল উদ্দীন (৫৫)–কে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
গতকাল বৃহস্পতিবার সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এবং কাহালু উপজেলা প্রশাসনের সমন্বয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর মেজবাহীজ্জুলাম চৌধুরীর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় মোঃ হেলাল উদ্দীন (পিতা– মৃত আলতাফ হোসেন, সাং– সূত্রাপুর, থানা– কাহালু, জেলা– বগুড়া) এর কাছ থেকে জরিমানা আদায় করা হয় এবং আদায়পূর্বক তাকে খালাস প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, প্রাণিসম্পদ ও জনস্বার্থ রক্ষায় ভেটেনারি ভেজাল ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত