
ছবিঃ আত্রাই প্রতিনিধি
ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: ৬ ডিসেম্বর ২০২৫
নওগাঁ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল সরে ৪ টায় নওগাঁর আত্রাই থানা পরিদর্শনে এসে অফিসার ও ফোর্সের মধ্যে দৃঢ় প্রত্যয় ও কঠোর বার্তা ছড়িয়ে দেন। রুটিন পরিদর্শনের পাশাপাশি তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করেন।
রোল কল ও সমস্যা সমাধান পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রথমেই থানার ফোর্সের রোল কল গ্রহণ করেন এবং অত্যন্ত আন্তরিকতার সাথে অফিসার ও ফোর্সের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন সমস্যা শোনেন। তিনি সমস্যাগুলো দ্রুততম সময়ে সমাধানের উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়ে কর্মীদের মনোবলে চাঞ্চল্য সৃষ্টি করেন। এরপর তিনি থানা কমপ্লেক্সের প্রতিটি অংশ ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম তদারকি করেন।
পরবর্তীতে অফিসার ও ফোর্সের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন পুলিশ সুপার। এই সভায় তিনি আত্রাইয়ের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থান স্পষ্ট করে বলেন, থানা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করতে হবে।
মাদক উদ্ধার অভিযানকে আরও গতিশীল করতে হবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। চুরি, ডাকাতি, চাঁদাবাজি সহ সব ধরনের অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।
নিরপেক্ষতাই হোক পুলিশের মূলমন্ত্র মতবিনিময়ের প্রধান ও গুরুত্বপূর্ণ অংশ জুড়ে ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এই সময় বিশেষভাবে নির্দেশনা প্রদান করে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সকল অফিসার ও ফোর্সকে অবশ্যই অত্যন্ত সততা, নিষ্ঠা এবং নিরপেক্ষতার সাথে তাদের পুলিশিং কার্যক্রম পরিচালনা করতে হবে।
নির্বাচনী দায়িত্বে কোনো প্রকার পক্ষপাতিত্ব বা শিথিলতা গ্রহণযোগ্য হবে না। জনগণের আস্থা অর্জনের জন্য আমাদের পেশাদারিত্বের প্রমাণ দিতে হবে। আত্রাই থানার (ওসি) তদন্ত মোঃ কাওছার আলম -এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসপি মহোদয়ের এই পরিদর্শন আত্রাই থানা পুলিশের কার্যক্রমে নতুন উদ্যম ও দিকনির্দেশনা যোগ করবে বলে মনে করছেন থানা কর্তৃপক্ষ।