
ছবিঃ জয়পুর কণ্ঠ
মোঃ রুহুল আমিন পারভেজ জয়পুরহাট প্রতিনিধিঃ ২ নভেম্বর ২০২৫
আশা বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভর ক্ষুদ্র ঋন প্রদানকারী প্রতিষ্ঠান । সংস্থার আর্থিক কর্মসুচির উদ্বৃত্ত তহবিল হতে বিভিন্ন সামাজিক কর্মসুচি বাস্তবায়ন করা হয়। তারই ধারাবাহিকতায় আজ ১৯ শে নভেম্বর (বুধবার) ১০:৩০ মিনিট সময় আশা–জয়পুরহাট জেলার পক্ষ থেকে দুঃস্থ ও শীতার্থ মানুষের জন্য শীতবস্ত্র (কম্বল) জয়পুরহাট জেলা প্রশাসনকে হস্তান্তর করা হয়। জয়পুরহাট জেলার জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া উক্ত শীতবস্ত্রগুলি গ্রহণ করেন।
শীতবস্ত্র হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন আশা জয়পুরহাট জেলার সিনিয়র ডিষ্ট্রিক্ট ম্যানেজার মোঃ বাবুলুর রশিদ, আরও উপস্থিত ছিলেন সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ মাহফুজার রহমান , সাপোর্ট ইঞ্জিনিয়ার মোঃ রায়হানুল হক ও জয়পুরহাট সদর-১ ব্রাঞ্চের সিঃ ব্রাঞ্চ ম্যানেজার মোঃ হারুনুর রশিদ এবং জয়পুরহাট সদর-২ এবং সদর-৩ ব্রাঞ্চের ম্যানেজার।