1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন প্রত্যয়ে ব্যবসা-বাণিজ্যের অগ্রযাত্রা জয়পুরহাট জেলায় শীতে মানুষ জবুথবুঃ দুর্ভোগে নিম্নআয়ের মানুষ শীতার্ত শিশুদের উষ্ণতায় পামডোর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ হাকিমপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত জয়পুরহাটে সংবাদ সংগ্রহের সময় এনটিভি সাংবাদিককে লাঞ্ছিত, সংরক্ষিত নারী মেম্বার নুরবানু গ্রেপ্তার নওগাঁ মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২ পরিবারকে আর্থিক সহায়তা ও ঢেউটিন প্রদান জয়পুরহাটে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা প্রেসক্লাবের সামনে জয়পুরহাট জেলা কার্যনির্বাহী কমিটির বক্তব্য প্রদান জবই বিলে পাখির প্রজাতি বেড়েছে, সংখ্যা কমেছে উদ্বেগজনক হারে আত্রাইয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ভ্যান শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

ইসরায়েলি আগ্রাসন, জরুরী ইসলামিক সম্মেলনের ঘোষণা দিলো কাতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেক্সঃ রবিবার ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

কাতারে ইসরায়েলি বিমান হামলার ঘটনার পর মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের নিয়ে জরুরি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে কাতার সরকার। দোহায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১৫ সেপ্টেম্বর, যেখানে ইসরায়েলের আগ্রাসন, আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।

এ বিষয়ে কাতারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ বিন মোহাম্মদ আল-আনসারি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কিউএনএ-কে জানান, দোহায় অনুষ্ঠেয় এই সম্মেলন হবে আরব ও ইসলামিক দেশগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত একটি জরুরি শীর্ষ বৈঠক।

তিনি বলেন, সম্মেলনে ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে একটি খসড়া প্রস্তাব তৈরি করা হচ্ছে, যা সম্মেলনের আগে পররাষ্ট্রমন্ত্রীদের প্রস্তুতিমূলক বৈঠকে উপস্থাপন করা হবে। এই প্রস্তাবের মাধ্যমে কাতারের প্রতি মুসলিম বিশ্বের সংহতি প্রকাশ এবং ইসরায়েলি সন্ত্রাসের বিরুদ্ধে যৌথ অবস্থান গ্রহণের বিষয়টি গুরুত্ব পাবে।

সম্প্রতি দোহায় ইসরায়েলের চালানো বিমান হামলায় পাঁচ হামাস সদস্য এবং কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। তারা ওই সময় যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি যুদ্ধবিরতির খসড়া চুক্তি নিয়ে আলোচনায় বসেছিলেন। হামলাটি চালানো হয় হামাস আলোচকদের আবাসিক ভবনে।

এই হামলার তীব্র নিন্দা জানিয়ে কাতার একে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘এই কাপুরুষোচিত হামলা আন্তর্জাতিক কূটনৈতিক রীতিনীতি এবং মানবাধিকারের চরম লঙ্ঘন।’

সম্মেলনের প্রস্তুতিমূলক কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ইতোমধ্যেই দোহায় পৌঁছেছেন। সৌদি আরব এই হামলাকে ‘আক্রমণাত্মক ও হুমকিস্বরূপ পদক্ষেপ‘ হিসেবে নিন্দা জানিয়ে কাতারকে পূর্ণ সংহতির আশ্বাস দিয়েছে।

একই সঙ্গে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই ইসরায়েলকে তার কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনা উচিত।

দীর্ঘদিন ধরে গাজা যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করে আসছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। দোহায় আলোচনাকারী হামাস প্রতিনিধিদের ওপর হামলার মধ্য দিয়ে ইসরায়েল কেবল কূটনৈতিক প্রচেষ্টারই অবমূল্যায়ন করেনি, বরং সরাসরি কাতারের ভূখণ্ডে আঘাত হেনেছে বলে কাতারের অভিযোগ।

এ পরিস্থিতিতে কাতার চায় মুসলিম দেশগুলো এক প্ল্যাটফর্মে এসে ইসরায়েলের বিরুদ্ধে একটি সমন্বিত রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা দিক।

১৫ সেপ্টেম্বরের সম্মেলনে অংশ নিতে ওআইসি, আরব লীগ এবং বিভিন্ন ইসলামি সহযোগী সংগঠনের দেশগুলোর প্রতিনিধিরা দোহায় পৌঁছাতে শুরু করেছেন।

সম্ভাব্য আলোচ্য বিষয় হিসেবে উঠে আসছে— গাজা যুদ্ধ পরিস্থিতি ও যুদ্ধবিরতির উপায়, কাতারে ইসরায়েলি হামলার পরিণতি ও আন্তর্জাতিক জবাবদিহি, ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে যৌথ প্রস্তাব উত্থাপন, ইসলামি দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর পদক্ষেপ।

বিশ্লেষকরা বলছেন, এই সম্মেলন কেবল ইসরায়েলের বিরুদ্ধে প্রতিক্রিয়া নয়, বরং মুসলিম বিশ্বের কূটনৈতিক শক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে উঠতে পারে।

একইসঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই সম্মেলনের প্রতিধ্বনি পড়বে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে যখন জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো গাজা পরিস্থিতিতে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে, তখন ইসলামি বিশ্ব কী পদক্ষেপ নেয়, তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে।
দোহা সম্মেলনের মাধ্যমে কাতার চায়, তার ভূখণ্ডে হামলার বিরুদ্ধে শক্ত ও ঐক্যবদ্ধ বার্তা দিক গোটা মুসলিম বি

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট