ছবিঃ জয়পুর কণ্ঠ
কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৩-২৭ সেপ্টেম্বর,২৫ পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ পক্ষ পালন করার উদ্যোগ নিয়েছে। এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গত ৮ সেপ্টেম্বর সোমবার সকালে কালাই উপজেলা জামায়াত দারুল ইসলাম ট্রাস্টে বিশেষ সভার আয়োজন করে। প্রস্তুতি সভায় উপজেলা জামায়াতের আমির মাওলানা মুনছুর রহমান, নায়েবে আমির আব্দুর রউফ, সেক্রেটারি প্রভাষক মোঃ আব্দুল আলীম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোনতাহার হোসেন ও আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের আমির গোলাম আযম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রতিটি ওয়ার্ড, গ্রাম এবং মহল্লায় জনসাধারণের কাছে ইকামতে দ্বীন ও ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য দৃঢ় শপথ নেওয়া হয়। তারই অংশ হিসেবে ১৩ সেপ্টেম্বর স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ সকালে উপজেলার ইউনিয়ন ও পৌর মহল্লায় গণসংযোগ করছেন।