1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন

জয়পুরহাটের মুহা. মহিউদ্দীন খান ডাকসুর এজিএস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

উত্তরবঙ্গের ছোট একটি জেলা জয়পুরহাট। দেশের বিখ্যাত মাদ্রাসার শিক্ষাপিঠ বম্বু ইউনিয়ন। যে ইউনিয়নে রযেছে তিনটি কামিল মাদ্রাসা। সেই তিনটি মাদ্রাসার মধ্যে অন্যতম হানাইল মাদ্রাসা। জয়পুরহাট শহর লাগোয়া ছোট্ট একটি গ্রামের নাম হানাইল। এখানকার মাটি, বাতাস আর গ্রামীণ শিক্ষার আলোয় বড় হয়েছেন মুহা. মহিউদ্দীন খান নামের এক তরুণ। হানাইলের স্বপ্নযাত্রা মেধাবী এই তরুণ আজ দেশের সর্বাধিক মর্যাদাপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হয়ে লিখেছেন ইতিহাস। তিনি উচ্ছ্বসিত করেছেন শেকড়ের বিদ্যাপীঠের শিক্ষক, সহপাঠী ও গ্রামবাসীদের।

হানাইল নামে ছোট্ট এই গ্রামটি জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নে অবস্থিত। এই গ্রামের খানপাড়া এলাকার অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক আব্দুল মাবুদ খানের কনিষ্ঠ ছেলে মুহা. মহিউদ্দীন খান। তিনি হানাইল নো’মানিয়া কামিল মাদরাসায় প্রথম শ্রেণি থেকে আলিম পর্যন্ত পড়াশোনা করেন। ২০১৬ সালে বিজ্ঞান বিভাগে দাখিলে ও ২০১৮ সালে আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে একের পর এক কৃতিত্বের নজির গড়েন।

গ্রামবাসী ও হানাইল নো’মানিয়া কামিল মাদরাসা সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক আব্দুল মাবুদ খানের তিন সন্তানের মধ্যে ডাকসুর নব নির্বাচিত এজিএস মুহা. মহিউদ্দীন খান সবার ছোট। তিনি হানাইল নো’মানিয়া কামিল মাদরাসা থেকে ২০১৬ সালে বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছিলেন। একই মাদরাসায় ২০১৮ সালে সাধারণ বিভাগ থেকে আলিম পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পান। সেই বছর আলিম পরীক্ষায় জেলাজুড়ে তিনি একমাত্র জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ছিলেন। এরপর মেধাবী এই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক। ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল থেকে বিপুল ভোটে এজিএস নির্বাচিত হন। এই অবিস্মরণীয় বিজয়ে গ্রামবাসী ও তার প্রাক্তন শিক্ষা প্রতিষ্ঠান হানাইল নো’মানিয়া মাদরাসার শিক্ষক ও সহপাঠীরা সবাই উচ্ছ্বসিত হয়েছেন। তার এমন কৃতিত্বে গর্বিত গ্রামবাসী।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট