1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে আদিবাসীদের অন্তর্ভুক্তিমূলক ভোটদান শিক্ষা প্রকল্পের উদ্বোধন শোক সংবাদ আক্কেলপুরে ৬৯টি স্কুলে পাঠদান বন্ধ— শিক্ষকদের কর্মবিরতি চলছে অনির্দিষ্টকাল পোরশায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুরের গণসংযোগ ও লিফলেট বিতরণ শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৩ জন সাপাহারে হাকিমপুরে প্রাথমিক শিক্ষকদের কর্ম বিরতি পালিত হিলিতে শয়ন কক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ঘোড়াঘাটে বিএনপির উঠান বৈঠকে কেন্দ্রীয় নেতা ডা. জাহিদ হোসেনের অংশগ্রহণ কালাইয়ে বিএনপি ছাড়লেন শতাধিক নেতা–কর্মী, যোগ জামায়াতে ইসলামীতে পাঁচবিবিতে শুরু হলো ‘টি-২০ চ্যাম্পিয়ন ট্রফি-২৫’ টুর্নামেন্ট

জয়পুরহাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টঃ জয়পুরহাটে  গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (২৩জুন) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ- ৩য় পর্যায়’ প্রকল্পের আওতায়  সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন, জেলা প্রশাসক  আফরোজা আকতার চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহা. সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মতিয়ার রহমান, জেলা সমাজ সেবা  কার্যালয়ের উপপরিচালক মো. ইমাম হাসিম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মিজানুর রহমান, গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের জেলা ব্যবস্থাপক রাজিউর রহমান রাজুসহ প্রমুখ।

জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী  বলেন, অল্প সময়ে এবং স্বল্প খরচে স্থানীয় বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালতের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। প্রান্তিক পর্যায়ে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে একটি বাসযোগ্য সমাজ গড়তে গ্রাম আদালতকে আরও সক্রিয় করতে প্রশাসন কাজ করে যাবে। পাশাপাশি গ্রাম আদালতের সুবিধাসমূহ সম্পর্কে প্রান্তিক জনগোষ্ঠীকে অবহিত করতে স্থানীয় সচেতন মহল ও গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

কর্মশালায় জানানো হয়, গত এক বছরে জেলার গ্রাম আদালতগুলোতে মামলা দায়ের হয়েছে ৩ হাজার৩৬টি। এর মধ্যে ৬৯.৯৯ শতাংশ মামলার নিষ্পত্তি হয়েছে। এ সময়ে গ্রাম আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষ সমূহকে মোট ২ কোটি ৬২ লাখ ৬১হাজার ৭০ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।

কর্মশালায় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, এনজিওকর্মী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট