ছবিঃ সংগৃহীত
প্রেস বিজ্ঞপ্তিঃ ৯ আগস্ট, ২০২৫
শনিবার (৯ আগস্ট) জয়পুরহাট পুলিশ সুপার কার্যালযে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পুলিশ সুপার জয়পুরহাট মুহম্মদ আবদুল ওয়াহাব গুরুত্বপূর্ণ মামলা সংক্রান্তে সংশ্লিষ্ট মামলার আইও, অফিসার ইনচার্জ এবং সার্কেল অফিসারদের সমসাময়িক বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় আরোও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, সহকারী পুলিশ সুপার, পাঁচবিবি সার্কেল, সকল থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইন্সপেক্টর, ডিআইও-১, কোর্ট পুলিশ পরিদর্শকসহ বিভিন্ন পদবীর পুলিশ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।